1 October 2023 , 3:19:23 প্রিন্ট সংস্করণ
শারদীয়ার আগে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি শুরু হয়েছে। রাতভর বৃষ্টির জেরে মাটির দেওয়াল ভেঙ্গে পড়ে মৃত্যু হয়েছে তিন শিশুর। এই ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গের বাঁকুড়ার বিষ্ণুপুর থানার বোড়ামারা গ্ৰামে।
জানা গেছে, গত শুক্রবার বিকেলের পর থেকেই বাঁকুড়া জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়। প্রায় সারা রাত ধরেই বৃষ্টি হয়েছে। শনিবার সকালে বৃষ্টি একটু কমেছিল।
তখন বোড়ামারা গ্রামের একটি কাঁচা বাড়ির সামনে ওই তিন শিশু খেলছিল। আচমকা ওই বাড়ির দেয়ালের একাংশ হুর মুড়িয়ে ধসে পড়ে। এতেই চাপা পড়ে তিন শিশু।
দেয়াল ভেঙে পড়ার শব্দ শুনে আশেপাশের লোকজন ছুটে আসে। বেশ কিছু সময় চেষ্টা করার পর স্থানীয় লোকজন ভাঙ্গা দেয়ালের ধ্বংসস্তূপ থেকে তিন শিশুকে উদ্ধার করে।
শিশুদের উদ্ধার করার পর বিষ্ণুপুর সুপার স্পেশালিস্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা ওই তিন শিশুকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় বাঁকুড়া বোড়ামারা গ্ৰামে শোকের ছায়া নেমে এসেছে।