বিনোদন

মায়ের দ্বিতীয় বিয়ে দিয়ে প্রশংসায় ভাসছেন অভিনেতা সিদ্ধার্থ চান্দেকর

মায়ের দ্বিতীয় বিয়ে দিয়ে প্রশংসায় ভাসছেন অভিনেতা সিদ্ধার্থ চান্দেকর

মায়ের সুখের কথা চিন্তা করে তাকে দ্বিতীয়বারের মতো বিয়ে দিলেন মারাঠি অভিনেতা সিদ্ধার্থ চান্দেকর। সেই কথা নিজেই সোশ্যাল মিডিয়ায় গর্বের সঙ্গে জানালেন। তার এই পোস্ট নিয়ে চর্চা হলো, প্রশংসার বন্যা বয়ে গেল নেটমাধ্যমে।

বুধবার (২৩ আগস্ট) সিদ্ধার্থ ইনস্টাগ্রামে এই ঘটনার কথা জানিয়েছেন। মা সীমা চান্দেকর দ্বিতীয় বিয়ের ছবি দিয়ে তিনি লিখেছেন ‘সেকেন্ড ইনিংস-এর অভিনন্দন।

তার কথায়, ‘হ্যাপি সেকেন্ড ইনিংস আই (মা)। আমার কখনো মনে হয়নি, তোমারও কাউকে দরকার। তোমার যে সন্তানদের বাদ দিয়ে জীবন আছে, সে কথা টেরই পাইনি। তোমারও তো শুধুমাত্র নিজের জন্য একটা জগত থাকা উচিত। আর কত দিন তুমি একা থাকবে?

এরপরে অভিনেতা লেখেন, ‘তুমি এতদিন পর্যন্ত সকলের জন্য ভেবে গিয়েছো। এবার সময় এসেছে, যখন তুমি নিজের কথাও ভাববে। এবং তোমার নতুন সঙ্গীর কথাও ভাববে। তোমার সন্তানরা সব সময়ে তোমার পাশে থাকবে।’

সিদ্ধার্থের কথায়, ‘তুমি আমার বিয়ে দিয়েছিলে বিশাল আয়োজন করে। এবার আমার পালা তোমার জন্য একই জিনিস করার। আমার জীবনের সবচেয়ে আনন্দদায়ক বিয়ের ঘটনা হলো, আমার মায়ের বিয়ে। আই লাভ ইউ আই (মা)। হ্যাপি ম্যারেড লাইফ।

এই পোস্টের পরেই নেটমাধ্যমে রীতিমতো প্রশংসায় ভাসছেন সিদ্ধার্থ চান্দেকর। অনেকেই তাকে মায়ের আদর্শ সন্তান বলছেন।