বিনোদন

তানজিমের সেই পোস্ট নিয়ে মুখ খুললেন জায়েদ

এবারের এশিয়া কাপে ভারতের বিপক্ষে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে অভিষেক হয় পেসার তানজিম হাসান সাকিবের। প্রথম ম্যাচেই তার পারফরমেন্স নজর কাড়ে ক্রিকেটপ্রেমীদের। কিছুদিন আগে তানজিম সাকিবের ভেরিফায়েড ফেসবুক পেজে থাকা ২০২২ সালের ৯ সেপ্টেম্বরের একটি লেখা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

‘নারীদের চাকরি করা’বিষয়ক তানজিমের ওই পোস্ট ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই নানা মহলে সমালোচিত হতে শুরু করেন এই ক্রিকেটার। অনেকেই তাকে দল থেকে বাদ দেওয়ার দাবিও করেছেন। তার পক্ষে-বিপক্ষে কথা বলছেন সাধারণ মানুষ ছাড়াও নানা তারকা।

সম্প্রতি তানজিমের পোস্টের বিষয়ে প্রশ্ন করা হয় চিত্রনায়ক জায়েদ খানকে। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘ফেসবুকে পোস্ট দেওয়া একেকজনের, একেক মনমানসিকতা। পোস্ট তো দেওয়া যায়। তানজিম সাকিব তো তার পোস্টের ব্যাপারে ক্লিয়ার করেছে।

সে তো বলেছে, আমি নারী বিদ্বেষী না; আমার মা একজন নারী।চিত্রনায়ক আরও বলেন, ‘সবার রোল মডেল হওয়া উচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যেভাবে তিনি কাজ করছেন, নারী নেতৃত্ব নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এরপরও কেউ নারী বিদ্বেষী বা নারী নেতৃত্ব নিয়ে মন্তব্য করা সমীচীন বলে মনে করি না।