সারা দেশ

এবার প্রচণ্ড খরায় ঝড়ে পড়ছে আম-লিচুর গুটি

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় প্রচণ্ড খরা ও তাপদাহে ঝরে পড়ছে আম-লিচুর গুটি। সেচ দিয়েও গুটি ঝরে যাওয়া ঠেকানো যাচ্ছে না। মঙ্গলবার (১৬ এপ্রিল) উপজেলার বিভিন্ন বাগান ঘুরে দেখা গেছে, তুলনামূলকভাবে আম-লিচুর উৎপাদন কম।

এছাড়াও বেশিরভাগ বাগানে আম-লিচুর গুটি মাটিতে ঝরে পড়ে আছে।ভাঙ্গুড়া পৌরসভার চৌবাড়ীয়া মাষ্টার পাড়া এলাকার চাষি ওমর ফারুক বলেন, এবার আম-লিচুর প্রচুর গুটি এলেও খরায় ঝরে পড়েছে।কয়েকদিন থেকে গাছের গোড়ায় পানি দিচ্ছি।

কিছু কিছু গাছেই শুকিয়ে গেছে। সেচ দিয়েও গুটি ঝরে যাওয়া ঠেকানো যাচ্ছে না।উপজেলার সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজের ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান সিরাজুল ইসলাম বলেন, জলবায়ু পরিবর্তনের কারণেই আম ও লিচুর ফলনে বিরূপ প্রভাব পড়ছে।

ভাঙ্গুড়া উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন জাহান সোনালী নিউজকে বলেন, অতিরিক্ত খরার কারণে আম-লিচুর গুটি ঝরে পড়ছে। চাষিদের গাছের গোড়ায় সেচ দেওয়ার পরামর্শ প্রদান করা হচ্ছে বলে জানান তিনি।

আরও খবর

Sponsered content

%d bloggers like this: