8 April 2024 , 3:47:18 প্রিন্ট সংস্করণ
বান্দরবানের রুমা ও থানচিতে কয়েক দফা হামলা, ব্যাংক ও অস্ত্র লুটের ঘটনায় বিশেষ অভিযানে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ৩ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় এক গাড়িচালককেও আটক করা হয়েছে।রোববার (৭ এপ্রিল) রাতে থানচি থেকে একজন এবং রুমা থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
সোমবার (৮ এপ্রিল) বান্দরবানের পুলিশ সুপার (এসপি) সৈকত শাহীন বিষয়টি নিশ্চিত করেছেন।গ্রেপ্তারকৃতরা হলেন ভানুনুন নুয়ান বম (২৫), জেমিনিউ বম (২৪), আমে লনচেও বম (২৫) ও মোহাম্মদ কফিল উদ্দিন সরকার (২৮)।রোয়াংছড়ি ইউনিয়েনের ৬ নং ওয়ার্ডের জিংচুন নুং বমের ছেলে ভানুনুন। আর জেমিনিউ ও লনচে সম্পর্কে ভাইবোন।
তারা থানচি সদরের ৯নং ওয়ার্ডের লাল মুম চম বমের সন্তান।অন্যদিকে গাড়িচালক কফিল উদ্দিন থানচি সদরের টিঅ্যান্ডটি পাড়ার বাসিন্দা মো. ইউসুফের ছেলে।এর আগে রোববার বান্দরবানে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে কয়েক সন্ত্রাসীকে আটক করা হয়েছে বলে জানিয়েছিলেন সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ।
এ সময় তাদের কাছ থেকে অস্ত্র জব্দের কথাও জানান তিনি।কেএনএফ ২০২২ সালের মাঝামাঝি সময়ে তৎপরতা শুরু করে। পাহাড়ে তাদের আস্তানায় সমতলের নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্কীয়ার সদস্যরা সশস্ত্র প্রশিক্ষণ নিয়েছিলেন বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এর আগেও গণমাধ্যমকে জানিয়েছিল।
সেই আস্তানায় গত বছর আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্কীয়া ও কেএনএফের বেশ কিছু সদস্যকে গ্রেপ্তার করা হয়।