কৃষি বার্তা

মাছ-মাংসসহ ২৯ নিত্যপণ্যের দাম বেঁধে দিলো কৃষি অধিদপ্তর

মাছ-মাংসসহ ২৯ নিত্যপণ্যের দাম বেঁধে দিলো কৃষি অধিদপ্তর

নিত্যপ্রয়োজনীয় কিছু কৃষিপণ্যের উৎপাদন খরচ এবং যৌক্তিক মূল্য নির্ধারণ করে দিয়েছে কৃষি বিপণন অধিদপ্তর। ২৯ পণ্যের দাম নির্ধারণ করে একটি তালিকা প্রকাশ করা হয়েছে অধিদপ্তর থেকে।

সেখানে বলা হয়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত যেন এই দামে কেনাবেচা করা হয়। কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মো. মাসুদ করিম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রকাশিত তালিকায় খুচরা মূল্য হিসেবে কেজিতে ছোলা ৯৮, দেশি পেঁয়াজ ৬৫, ব্রয়লার মুরগি ১৭৫, গরুর মাংস ৬৬৫, ছাগলের মাংস ১ হাজার ৩ টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে।

এছাড়া খুচরা পর্যায়ে কেজিতে কাতল মাছ ৩৫৩ টাকা, পাংগাস মাছ ১৮০ টাকা, ডিম ১০ টাকা ৪৯ পয়সা, দেশি রসুন ১২০ টাকা, কাচামরিচ ৬০ টাকা, আদা ১৮০ টাকা, আলু ২৮ টাকা, জাহিদী খেজুর ১৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

প্রতি কেজি মুগডাল ১৬৫ টাকা, মাসকালাই ১৬৬.৫, মসুর ডাল (উন্নত) ১৩০.৫, মসুর ডাল (মোটা) ১০৫.৫, খেসারির ডাল ৯২.৬১, শুকনো মরিচ ৩২৭, বাধাকপি ২৮, ফুলকপি ২৯, বেগুন ৪৯.৭৫, শিম ৪৮, টমেটো ৪০, মিষ্টিকুমড়া ২৩, চিড়া ৬০, সাগর কলা (হালি) ২৯.৭৮, বেসন ১২১ টাকা নির্ধারণ করা হয়েছে।

আরও খবর

Sponsered content