সারা দেশ

ইলিশের জালে ধরা পড়ল ১৫ কেজির পাঙ্গাশ

পটুয়াখালীর কুয়াকাটায় ১৪ কেজি ৯০০ গ্রাম ওজনের এক পাঙ্গাশ বিক্রি হয়েছে ১১ হাজার ৯০০ টাকায়। সোমবার (০৬ নভেম্বর) রাঙ্গাবালী থেকে মানিক মোল্লা নামের এক জেলে মাছটি কুয়াকাটা মেয়র বাজারে বিক্রির জন্য নিয়ে আসে। মুন্নী ফিশের আড়তে উঠালে নিলাম ডাকে মৎস্য ব্যবসায়ী মো. আনোয়ার হোসেন ৭০০ টাকা কেজি ধরে ১০ হাজার ৪৩০ টাকায় মাছটি কিনে নেন।

মুন্নী ফিশের মালিক মো. আনোয়ার হোসেন বলেন, পাঙ্গাশটি বঙ্গোপসাগরে মানিক মোল্লা নামের এক জেলের ইলিশের জালে ধরা পড়েছে। অবরোধ শেষে জেলেরা অনেক মাছ পাচ্ছে আমরা মাছ কিনে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বাস ও ট্রাকে পাঠাই কিন্তু অবরোধের কারণে তেমন গাড়ি চলছে না। মাছের দাম একটু কম তাই ৭০০ টাকা কেজি দরে বিক্রি করা হয়েছে নয়তো-বা হাজার টাকার ওপর কেজি বিক্রি করা যেত।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ২২ দিনের অবরোধ শেষে এই প্রথম বড় পাঙ্গাশ মাছ নিয়ে ঘাটে আসে জেলে মানিক মোল্লা। তবে এখন যে বড় পাঙ্গাশগুলো পাওয়া যাচ্ছে তাতে আমরা বলতে পারি যে মৎস্য সম্পদের বড় একটি পরিবর্তন হচ্ছে।