রাজনীতি

কুষ্টিয়া-৪ আসন : লড়াই হবে বিএনপি–জামায়াত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-০৪ (খোকসা–কুমারখালী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহম্মেদ রুমী-র সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মো. আফজাল হোসেন।

স্বাধীনতা-পরবর্তী সময়ে এই আসনে বিএনপি তিনবার বিজয় লাভ করেছে। বিপরীতে জামায়াতের প্রার্থীরা পূর্ববর্তী কোনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় আসতে পারেননি। বিগত জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে আওয়ামী লীগের প্রার্থীরা সর্বাধিক পাঁচবার নির্বাচিত হয়েছেন। জাসদের প্রার্থীরা একবার এবং স্বতন্ত্র প্রার্থীরা দুইবার বিজয়ী হয়েছেন।

গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর এ আসনের ভোটের হিসাব অনেকটাই বদলে গেছে। বিএনপির মধ্যে অনৈক্য থাকলেও মাঠ পর্যায়ে ঐক্যবদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে। সে ক্ষেত্রে বিএনপির প্রার্থী সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহম্মেদ রুমী কিছুটা সুবিধাজনক অবস্থানে থাকতে পারেন।

তবে জামায়াতের মধ্যে তেমন কোনো রাজনৈতিক অনৈক্য নেই। নতুন প্রার্থী আফজাল হোসেনকে নিয়ে দলটি তুলনামূলকভাবে সুবিধাজনক স্থানে রয়েছে। এ আসনের ভোটের মাঠে বিএনপি ও জামায়াতের মধ্যে মূল লড়াই হবে—এমন ধারণাই অনেকের।

আরও খবর

Sponsered content