খেলাধুলা

কুমারখালীতে জামায়াতের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

কুমারখালী (কুষ্টিয়া) সংবাদদাতা ঃ কুষ্টিয়ার কুমারখালীতে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য প্রার্থী আফজাল হোসাইন।

শহরের তেবাড়িয়া হাজী আলিমুদ্দিন স্টেট তিন গম্বুজ মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টে উপজেলা ও পৌর জামায়াতের নেতৃবৃন্দ, স্থানীয় ক্রীড়ানুরাগী এবং বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। উদ্বোধনী ম্যাচের শুরুতেই মাঠে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। অতিথিরা খেলোয়াড়দের হাতে ফুটবল তুলে দেন এবং খেলোয়াড়দের জন্য শুভকামনা জানান।
এ সময় আরো উপস্থিত ছিলেন পৌর জামায়াতের আমীর এ্যাডঃ রবিউল ইসলাম, পৌর জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি আকমাল হোসেন মোল্লা, জামায়াত নেতা মোতালেব হোসেন প্রমূখ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আফজাল হোসাইন বলেন, তরুণ প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও অনৈতিক কাজ থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি ভ্রাতৃত্ব, ঐক্য ও সামাজিক সম্প্রীতির প্রতীক।