26 August 2025 , 6:16:56 প্রিন্ট সংস্করণ
কুমারখালী (কুষ্টিয়া) সংবাদদাতা ঃ
কুষ্টিয়ার কুমারখালীতে দীর্ঘদিন পওে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২৫ আগস্ট বিকেলে উপজেলার চৌরঙ্গী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে চৌরঙ্গী ইয়াং স্টার ক্লাবের আয়োজনে এই জমজমাট খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় নাবিলা স্পোর্টস ও ফ্রেন্ডস একাদশ কুমারখালী মুখোমুখি হয়েছিল।
খেলা শুরুর আগে মাঠে দর্শকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। খেলোয়ারদের দুর্দান্ত পারফরম্যান্সে পুরো মাঠে উত্তেজনা ছড়িয়ে পড়ে। নির্ধারিত সময়ে দুই দলই দুটি করে গোল করে খেলায় সমতা রাখে। পরে টাইব্রেকারে গড়ায় ম্যাচটি। রোমাঞ্চকর টাইব্রেকারে নাবিলা স্পোর্টস কুমারখালী বিজয় লাভ করে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মাদকমুক্ত সমাজ গড়তে ও যুব সমাজকে ধ্বংসের পথ থেকে ফিরিয়ে আনতে এবং ফুটবলের প্রতি আগ্রহ জাগাতে এই আয়োাজন। তারা জানান, এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা তরুণদের মাদক থেকে দূরে রেখে সুস্থ্য বিনোদনের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করবে।





