5 December 2024 , 1:58:19 প্রিন্ট সংস্করণ
সৌদির একটি টিভি শোতে ওয়ালিদ আবদুল্লাহ বলেন, রোনালদো সত্যিকার অর্থে ইসলাম গ্রহণ করতে চায়। আমি তার সাথে এ বিষয়ে কথা বলেছি এবং সে আগ্রহ প্রকাশ করেছে। গোল করার পর সে ইতিমধ্যেই মাঠে সেজদা করেছে। এবং সবসময় সে খেলোয়াড়দের প্রার্থনা করতে ও ইসলামিক ধর্মীয় রীতি অনুসরণ করতে উৎসাহিত করে।
তিনি আরো বলেন, অনুশীলনের সময় আযান শুরু হওয়ার সাথে সাথে কোচকে প্রশিক্ষণের বিরতি দিতে বলেন। এবং সতীর্থদের প্রার্থনা করতে দেওয়ার কথাও বলেন রোনালদো।
ক্রিশ্চিয়ানো রোনালদো আল-নাসরে যোগ দেওয়ার পর শুরুতে ওয়ালিদ আবদুল্লাহ খুব কাছে ছিলেন। তিনি দেশের সংস্কৃতি, ক্লাব বা অন্যান্য দিকগুলির সাথে রোনালদোকে পরিচয় করায়ে দেন। এই বিষয়ে তিনি বলেন, গত বছরের মে মাসে আল-নাসরের হয়ে গোল করার পর ক্রিশ্চিয়ানো রোনালদো মাঠে সিজদা করেছিলেন, এটি এমন একটি পদক্ষেপ যা দ্রুত তাকে শিরোনাম করেছিলো। রোনালদো গোল করার পর যখন মাঠে সিজদা করেছিলো, তখন সমস্ত খেলোয়াড় একজোট হয়ে ‘আল্লাহু আকবর’ বলেছিলো।
সূত্র: জিও সুপার