25 August 2024 , 2:30:49 প্রিন্ট সংস্করণ
রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে বাংলাদেশ দল পাকিস্তানে থাকলেও দেশের এই ভয়াবহ বন্যা তাদের ভাবিয়ে তুলছে। বেশ কয়েকজন ক্রিকেটার এরইমধ্যে বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন। এবার বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন পাকিস্তানের ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ানও।
রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম ইনিংসে ১৭১ রানের অপরাজিত ইনিংস খেলা রিজওয়ান বাংলাদেশের বন্যা নিয়ে এক্সে এক পোস্টে লিখেছেন, ‘বাংলাদেশে বিধ্বংসী বন্যা আঘাত হেনেছে। আমার প্রার্থনা বাংলাদেশের ধৈর্যশীল মানুষের সঙ্গে আছে। আমি এই কঠিন সময়ে আমাদের ভাই ও বোনদের পাশে দাঁড়ানোর জন্য তাদের পছন্দের দাতব্য প্রতিষ্ঠানে উদারভাবে অনুদান দেওয়ার জন্য অনুরোধ করছি।
এ সময় পোস্টের শেষদিকে বাংলায় রিজওয়ান লিখেছেন ‘আমরা আপনাদের পাশে আছি। এর আগে, বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন তাওহিদ হৃদয়, রুবেল হোসেন, শরিফুল ইসলাম, নুরুল হাসান, এনামুল হক ও তামিম ইকবলারা। তাওহিদ হৃদয় লিখেছিলেন, ‘কী লিখব? কী লেখা উচিত? নিজেকে অসহায় মনে হয়, যখন সরাসরি দেশের কোনো দুর্যোগে পাশে থাকতে পারি না।
বন্ধুদের পাঠিয়েছি, ওরা মাঠপর্যায়ে কাজ করবে। তবে আমার কষ্ট লাগছে, যতটুকুই করা হবে, তা কি যথেষ্ট? তবু করতে হবে, সবাইকে এগিয়ে আসতে হবে।হৃদয় এরপর যোগ করেন, ‘শুধু এখন না, পানি নেমে যাওয়ার পর পর্যন্ত বন্যার্তদের পাশে থাকতে হবে। নৌকা, ওষুধ, বিশুদ্ধ পানি, শুকনা খাবার—যে যেভাবে পারেন।
ব্যাপার না। আমরা জন্ম থেকেই সংগ্রাম করতে জানি, এবারও করব। আল্লাহ এ যাত্রায়ও আমাদের রক্ষা করবেন, ইনশাআল্লাহ। দুর্যোগ ঘটে গেছে, এখন পুরো বাংলাদেশ মিলে তা মোকাবিলা করার সময়। বসে থাকার সুযোগ নেই, সবাই নিজের সাধ্যমতো এগিয়ে আসি।