26 July 2025 , 7:10:48 প্রিন্ট সংস্করণ
আলী হোসেনঃ কুষ্টিয়ার কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নে বিএনপির দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন, আব্দুল করিম আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন, ডাঃ শরিফুল ইসলাম।
২৬ জুলাই শনিবার সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত জগন্নাথপুর ইউনিয়নের তাঁরাপুরে উৎসবমুৃখর পরিবেশে এই দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়।
সূত্রে জানা যায়, নির্বাচনে মোট ৩৯৮ টি ভোটের মধ্যে সভাপতি পদে আব্দুল করিম পেয়েছেন, ১৮৯ ভোট ; তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল হান্নান পেয়েছেন, ১৭৬ ভোট এবং রশিদ মন্ডল পেয়েছেন ২৩ ভোট।
সাধারণ সম্পাদক পদে ডা. শরিফুল ইসলাম পেয়েছেন, ১৭২ ভোট ; তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হেলাল উদ্দিন পেয়েছেন ১৪৯ ভোট এবং ফজলুল করিম পেয়েছেন ৭০ ভোট।
দীর্ঘদিন পর নির্বাচনের মাধ্যমে দলীয় নেতৃত্ব পেয়ে আনন্দিত জগন্নাথপুর ইউনিয়ন বিএনপির নেতাকর্মী। এ-ই জন্য, ইউনিয়ন বিএনপির নেতাকর্মী উপজেলা ও জেলা নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়েছেন। ইউনিয়নের নেতাকর্মী মনে করেন, সরাসরি নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব তৈরি করার ফলে ইউনিয়ন বিএনপি আগের যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী হবে।














