রাজনীতি

জনপ্রতিনিধিত্ববিহীন সরকারের বিদায়ঘণ্টা বাজাতে রাজপথে নেমেছি বললেন মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, ‘আমরা এই জনপ্রতিনিধিত্ববিহীন সরকারের বিদায়ঘণ্টা বাজাতে রাজপথে নেমেছি। সারা বিশ্বে শান্তিপূর্ণ প্রতিবাদের ভাষা হিসেবে এই কালো পতাকা মিছিল স্বীকৃত রয়েছে।

 

আমরা সেই কালো পতাকা মিছিল করার জন্যই আজকে রাজপথে সমবেত হয়েছি।শনিবার (২৭ জানুয়ারি) দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, কারবন্দি নেতাকর্মীদের মুক্তি, দ্বাদশ সংসদকে ‘অবৈধ’ দাবি করে তা বাতিল ও সরকারের পদত্যাগের দাবিতে আয়োজিত কালো পতাকা মিছিলের শুরুতে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

 

তিনি বলেন, ‘এই সরকার এই কালো পতাকার কালো আঁধারে নিশ্চিহ্ন হয়ে, জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে বিদায় নিতে বাধ্য হবে। আপনারা দেখেছেন বিগত ৭ জানুয়ারি বাংলাদেশের ১২ কোটি ভোটার কিভাবে এই সরকারকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে।

আরও খবর

Sponsered content

%d bloggers like this: