এক্সক্লুসিভ

কুমারখালীতে সাহিত‍্য পত্রিকা ‘মুক্ত আলো’র প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

কুমারখালী (কুষ্টিয়া) সংবাদদাতা : গাজাসহ ফিলিস্তিন জুড়ে ইসরাইলের বর্বর হত্যাযজ্ঞের প্রতিবাদে কুমারখালী থেকে প্রকাশিত লিটল ম্যাগাজিন ‘মুক্ত আলো’ সাহিত্য পত্রিকার প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে ।
কুমারখালী সাহিত্য সংসদের আয়োজনে বুধবার (৪ মে) সকালে শহরের সাংবাদিক কাঙ্গাল হরিনাথ স্মৃতি জাদুঘর অডিটোরিয়ামে এই প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়।
কুমারখালী সাহিত্য সংসদ এর সাধারণ সম্পাদক মাহমুদ শরীফ ও প্রচার সম্পাদক সাংবাদিক কাজী সাইফুলের সঞ্চালনায়¡ প্রকাশনা উৎসবে প্রধান অতিথি ছিলেন কুমারখালী উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ লুৎফর রহমান। প্রধান আলোচক ছিলেন কুমারখালী উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মোঃ আফজাল হোসাইন।
কুমারখালী সাহিত্য সংসদের সভাপতি কবি রহমান আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে সাহিত্য সংসদের প্রথম প্রকাশনা সদ্য প্রকাশিত “মুক্ত আলো” সাহিত্য পত্রিকা আমন্ত্রিত অতিথি ও উপস্থিত শ্রোতাদের হাতে তুলে দেওয়ার মাধ্যমে মোড়ক উন্মোচন করা হয়।
এসময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ইয়থ ডেভলপমেন্ট ফোরামের চেয়ারম্যান আশিকুল ইসলাম চপল, লেখক ও গবেষক এস এম আফজাল হোসেন, কথা সাহিত্যিক সোহেল আমিন বাবু, নাট্যকার লিটন আব্বাস, কুষ্টিয়া জেলা ওলামা পরিষদ এর সভাপতি হাফেজ মাঃলানা জুলফিকার আলী, কুমারখালী উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক আতিকুর রহমান সবুজ, কুমারখালী প্রেসক্লাবের সাধারন সম্পাদক সোহাগ মাহমুদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক আব্দুর রহমান প্রমূখ।
মুক্ত আলো সাহিত্য পত্রিকাটি সম্পাদনা করেছেন লেখক ও সাংবাদিক মাহমুদ শরীফ। কুমারখালীর স্থানীয় লেখকদের বিভিন্ন লেখা ‘মুক্ত আলো‘ সাহিত্য পত্রিকায় স্থান পেয়েছে। এই প্রকাশনার লেখনীর মধ্য দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে গাজায় দিনের পর দিন ইজরাইলের নানান অত্যাচার। ফুটে উঠেছে হাজার হাজার নীরিহ মানুষে কিভাবে হত্যা করছে ঘাতক ইজরাইল। প্রতিটি লেখায় প্রতিবাদ ও মানবতার আহŸান তুলে ধরা হয়েছে।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে কুমারখালী সাহিত্য সংসদের সহসভাপতি কবি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে স্বরচিত কবিতা পাঠের আসর বসে। এতে উপস্থিত কবিগন নিজ নিজ লেখা পাঠ করেন।