বিনোদন

আবারও তাদের ভালোবাসার গল্প ভাইরাল

বিশ্বায়নের এ যুগে সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে প্রেমে পড়ার ঘটনা অহরহ। চারপাশের অসংখ্য তরুণ-তরুণী ইন্টারনেটের সহায়তায় খুঁজে নেয় তাদের জীবনসঙ্গীও।

এমনই একটি প্রেমের গল্প সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে (এক্স) শেয়ার করেছেন এক তরুণী। টুইটারে মেসেজ আদান প্রদানের মাধ্যমে তার প্রেম হয় এবং পরবর্তীতে ওই প্রেমিকের সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি।

টুইটারে এ গল্প রীতিমতো ভাইরাল হয়েছে। এ দম্পতির রোমান্টিক প্রেম-কাহিনী মন জয় করেছে টুইটার ব্যবহারকারী হাজারো তরুণ-তরুণীর।

স্যাম নামের একটি টুইটার একাউন্ট থেকে স্বামীর সঙ্গে পাঁচ বছর আগে করা চ্যাটিং এর স্ক্রিনশট শেয়ার করেছেন তিনি। এতে দেখা যায়, বেশ ঘনিষ্ঠতা ও ভালোবাসাপূর্ণ মেসেজ আদান করেছেন তারা।

এ দম্পতির মধ্যকার আলাপচারিতায় তাদের মধুময় প্রেমের গল্প প্রকাশ পেয়েছে। ওই তরুণীর ভাইরাল হওয়া টুইটটিতে চার লাখেরও বেশি ভিউ হয়েছে। নানা মন্তব্য করেছেন অন্যান্য টুইটার ব্যবহারকারীরা।

একজন লিখেছেন, এমন মনের মানুষের জন্য আমিও অপেক্ষা করছি। অন্য একজন তাদের এমন মধুর আলাপচারিতা দেখে বাহবা দিয়ে লিখেছেন, আমার স্বামীও যেন এমন রোমান্টিক হয়।