এক্সক্লুসিভ

মিরপুরে কিশোর কন্ঠ মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

জনপ্রিয় শিশু কিশোর মাসিক পত্রিকা কিশোর কন্ঠ ফাউন্ডেশনের উদ্যোগে কিশোর কন্ঠ মেধা বৃত্তি ২০২৪ এর পরীক্ষা কুষ্টিয়ার মিরপুর নাজমুল উলুম সিদ্দিকিয়া ফাযিল ডিগ্রী মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (২১ ডিসেম্বর) সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত মিরপুর উপজেলার ২টি কেন্দ্রে মোট ১০৫৫জন পরিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। কিশোর কন্ঠ ফাউন্ডেশনের মিরপুর উপজেলা পরিচালক আল জুবায়ের নাইমের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা কিশোর কন্ঠ ফাউন্ডেশনের আহবায়ক ইখতিয়ার উদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মিরপুর উপজেলা সহকারী সেক্রেটারী উমর ফারুক, ৪ নং ওয়ার্ড জামায়াতের আমীর হামিদুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য জনপ্রিয় কিশোর ম্যাগাজিন কিশোর কন্ঠ পাঠক ফোরামের উদ্যোগে প্রতিষ্ঠিত সংগঠন কিশোর কন্ঠ ফাউন্ডেশন প্রতিবছরই ডিসেম্বর মাসে আয়োজন করে থাকে কিশোর কন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা। স্কুল ও মাদ্রাসার ৪র্থ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীরা এ বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে থাকে। প্রত্যেক শ্রেণিতে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত প্রতিযোগীর জন্য থাকে আকর্ষণীয় পুরস্কার।বৃত্তি প্রাপ্তদের মাঝে প্রদান করা হয় সর্বমোট ৩ লক্ষ টাকার বৃত্তি। এছাড়াও ট্যালেন্টপুলে ১৫০০ ও সাধারণ গ্রেডে ১০০০ টাকা বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের এককালীন শিক্ষা ব্যয় বাবদ নগদ অর্থ সনদপত্র ও আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হবে।

আরও খবর

Sponsered content