28 December 2023 , 7:46:37 প্রিন্ট সংস্করণ
ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মার্কিন যুক্তরাষ্ট্রের ঘোষিত ভিসানীতি ভুয়া কি না, তা বলার সময় এখনই আসেনি বলে জানালেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ বৃহস্পতিবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে বিএনপির লিফলেট বিতরণ মার্কিন ভিসানীতির আওতায় পড়ে কি না, জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র সুস্পষ্টভাবে কথা বলেছে, এখন এ প্রশ্নটা তাদেরকেই করা উচিত। এ প্রশ্নের জবাব আমার দেওয়ার কিছু নাই। সেটার জবাবে তারা কোন কৌশল অবলম্বন করেছে, জানি না।
আমরা ফ্রি অ্যান্ড ফেয়ার (অবাধ ও সুষ্ঠু), পিসফুল (শান্তিপূর্ণ), ক্রেডিবল (গ্রহণযোগ্য) ইলেকশন চাই। মার্কিন ভিসানীতি ‘ভুয়া’ কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘এখনো সময় আছে। তারা যা বলেছে, কথার সঙ্গে কাজের মিল আছে কি না— সেটা দেখার এখনো সময় আছে। একটু ধৈর্য ধরুন। সেটা দেখার এখনো সময় আছে।
দেশের অনেক জায়গায় নৌকার প্রার্থীরা স্বতন্ত্র প্রার্থীদের ওপর হামলা, প্রচারে বাধা দিচ্ছে— এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘স্বতন্ত্র প্রার্থী, নৌকার প্রার্থী কেউ বয়কট করবে না। ইলেকশনে এমন বিচ্ছিন্ন ঘটনা ঘটে, সে জন্য বয়কট করতে হবে না।