19 June 2025 , 9:04:22 প্রিন্ট সংস্করণ
বালু ভর্তি ট্রাকের ধাক্কায় নাহিদুল ইসলাম রুপল (৩২) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে লাহিনী বটতলা এলাকার কুষ্টিয়া-রাজবাড়ী সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত নাহিদুল ইসলাম কুষ্টিয়া শহরের ডা: আবুল কাশেম লেন আড়ুয়াপাড়ার এলাকার আইয়ুব ইসলামের ছেলে। তিনি কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রদল শাখার সাবেক যুগ্ম সম্পাদক ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে নাহিদুল ইসলাম মোটরসাইকেলে কুমারখালী থেকে বাড়িতে ফিরছিলেন। পথে লাহিনী বটতলা এলাকায় পৌঁছালে পিছন থেকে একটি বালু বোঝাই ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় চালক ও সহযোগী ট্রাক ফেলে রেখে পালিয়ে যায়।
নাহিদুল ইসলামের মৃত্যুর খবর ছড়িয়ে পরলে কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ, সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকারসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঘটনাস্থলে আসেন।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, লাশটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রাকের চালক ও সহযোগী পালিয়ে গেছে।









