27 November 2023 , 12:27:09 প্রিন্ট সংস্করণ
দ্বাদশ সংসদ নির্বাচনে মনোনয়ন ঘিরে ক্ষমতাসীন দলে তুমুল প্রতিযোগিতা উৎকণ্ঠার অবসান হয়েছে। গাজীপুরের একটি আসনের এমপিকে মনোনয়ন না দিয়ে রীতিমতো চমক দেখিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গাজীপুর-৩ আসনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজের স্থলে সাবেক মন্ত্রী রহমতউল্লাহর কন্যা সংরক্ষিত নারী এমপি রুমানা আলী টুসিকে চূড়ান্ত মনোনয়ন দিয়ে রীতিমতো চমক সৃষ্টি করেছেন দলের হাইকমান্ড। ফলে গাজীপুরের পাঁচটি আসনের চারটিতেই পুরনোরা আর একটি আসনে পরিবর্তন এনে চমক সৃষ্টি করেছেন।
অন্যদিকে বিএনপি নির্বাচনে না আসার আগাম ঘোষণা দিয়ে রাখায় দলীয় টিকিট পেলেই এমপি হওয়া অনেকটাই নিশ্চিত—এমন সমীকরণ সামনে রেখে নেতায় নেতায় চলছিল প্রতিদ্বন্দ্বিতা। সব জল্পনাকল্পনার অবসান ঘটে অনেকটা স্বস্তি ফিরে এসেছে রাজনীতির মাঠে।রোববার সকালে সব প্রার্থীকে ডেকে আনে আওয়ামী লীগ প্রধানমন্ত্রীর বাসভবনে। বিকালে ভোটযোদ্ধা নৌকার মাঝিদের নামের তালিকা ঘোষণা করা হলে সেখানেই গাজীপুরের ৫টি আসনের ৪টিতে পুরনোরা আর গাজীপুর-৩ আসনে গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজকে বাদ দিয়ে সাবেক মন্ত্রী রহমতউল্লাহর কন্যা সংরক্ষিত নারী এমপি রুমানা আলী টুসিকে চূড়ান্ত প্রার্থী হিসাবে মনোনীত করার ঘোষণা আসে।
ওই আসনে তার আপনভাই জামিল হাসান দুর্জয়ও প্রার্থী ছিলেন।গাজীপুরে চূড়ান্ত মনোনীত প্রার্থীরা হলেন— গাজীপুর-১ আসনের বর্তমান এমপি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, গাজীপুর-২ আসনে শহিদ আহসানউল্লাহ মাস্টারের ছেলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, গাজীপুর-৩ আসনে রুমানা আলী টুসি, গাজীপুর-৪ আসনে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহিদ তাজউদ্দীন আহমদের মেয়ে ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সিমিন হোসেন রিমি, গাজীপুর-৫ আসনে শহিদ ময়েজউদ্দিনকন্যা মহিলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক নারী ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি—এদের প্রত্যেকে প্রায় সবাই পারিবারিক ঐতিহ্য ও ব্যক্তিগত অর্জনে অনেকটা শক্ত অবস্থান আগে থেকেই বিদ্যমান।
রোববার বিকালে প্রধানমন্ত্রীর ঘোষণা করা তালিকা প্রকাশের পর গাজীপুর ৫টি আসনের অনেক স্থানেই আনন্দ মিছিল করেন সমর্থকরা। অন্যদিকে চমকে নতুন মুখ উপহার দেওয়া গাজীপুর-৩ আসনে সাধারণ নেতাকর্মীদের মধ্যে দেখা গেছে প্রতিক্রিয়া ও মিশ্র প্রতিক্রিয়া। রাজনৈতিক ময়দানের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও নির্বাচনি আমেজ লক্ষ্য করা যাচ্ছে। প্রার্থীর সমর্থকরা স্ট্যাটাস দিয়ে ‘আলহাদুলিল্লাহ’ লিখছেন।গাজীপুর-৩ আসনে দলের মনোনয়ন পেয়ে রুমানা আলী টুসি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ। অর্পিত দায়িত্ব পালন করে ভোটে জয়ী হয়ে আসনটি উপহার দিয়ে স্মার্ট বাংলাদেশ গড়ার অংশীদার হতে চাই।
গাজীপুর-৫ আসনের নির্বাচিত চূড়ান্ত প্রার্থী মেহের আফরোজ চুমকি যুগান্তরকে বলেন, ৫মবারের মতো সংসদ নির্বাচনে মনোনীত হয়ে খুবই খুশি। শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে কাজ করব নির্বাচিত হলে। গাজীপুর-২ আসনে চূড়ান্ত প্রার্থী নির্বাচিত হয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল জানান, গাজীপুরের জনগণের বিজয় হয়েছে। শেখ হাসিনার উন্নয়নে শামিল থাকতে চাই।গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল্লাহ মণ্ডল যুগান্তরকে জানান, যারা বাদ পড়েছেন, তাদের হতাশ হওয়ার কারণ নেই।
ডিজিটাল স্মার্ট বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী অন্য কোনো স্থানে অবশ্যই তাদের কাজে লাগাবে। টঙ্গী থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রজব আলী জানান, আমরা প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে সাধুবাদ জানাই।গাজীপুরে হেভিওয়েট নেতাদের মধ্যে যারা বাদ পড়েছেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন আসন-৫ এ ডাকসুর সাবেক ভিপি আকতারুজ্জান আসন-২ এ গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি ও টঙ্গী পৌরসভার তিনবারের সাবেক মেয়র অ্যাডভোকেট আজমতউল্লাহ খান, সাবেক মেয়র জাহাঙ্গীর আলম, মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল।