সারা দেশ

সৎমা ও ভাইকে পিটিয়ে ঘরে আগুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সৎ ছেলেরা তাদের মা ও ছোট ভাইকে পিটিয়ে বাড়ি থেকে বের করে ঘরে আগুন দিয়েছেন। এ ঘটনায় সকালে সৎমা নাসরিন বেগম বাদী হয়ে তিন সৎ ছেলে ও তাদের স্ত্রীদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় অভিযোগ দেন।

এর আগে উপজেলার মাহনা এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে নাসরিন তার ছেলে নিয়ে আশ্রয়হীনভাবে বসবাস করছেন।তিনি অভিযোগ করেন, তার স্বামী জামান ভুঁইয়া মারা যাওয়ার পর তার তিন সৎ ছেলে আলমগীর, জুয়েল ও বাকি ভুঁইয়া এবং তাদের স্ত্রী ইমরানা, সোনিয়া ও শাহিনুরের সঙ্গে টাকা ও জমি নিয়ে বিরোধ চলে আসছিল।

এ বিরোধের জেরে ২২ মে তারা দেশীয় অস্ত্র নিয়ে নাসরিনের বাড়িতে প্রবেশ করে ভাঙচুর শুরু করেন। এ সময় তিনি বাধা দিলে তারা নাসরিন ও তার ছোট ছেলে মাহবুবকে পিটিয়ে গুরুতর আহত করে এবং নগদ ১ লাখ ২৫ হাজার টাকা স্বর্ণালংকার লুট করে।

একপর্যায়ে নাসরিন ও তার ছেলেকে বাড়ি থেকে বের করে ঘরে আগুন দেন।রূপগঞ্জ থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।