রাজনীতি

উত্তরায় স্বেচ্ছাসেবক দলের গণসংযোগ ভোট বর্জনের দাবিতে

উত্তরায় স্বেচ্ছাসেবক দলের গণসংযোগ ভোট বর্জনের দাবিতে

বিএনপি ঘোষিত অসহযোগ আন্দোলনের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে স্বেচ্ছাসেবক দল। বুধবার (২৭ ডিসেম্বর) সকালে রাজধানীর উত্তরায় এ কর্মসূচি পালন করেন সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি ফখরুল ইসলাম রবিন, রফিকুল ইসলাম, এমজি মাসুম রাসেল, ঢাকা মহানগর উত্তরের সাবেক সভাপতি গাজী রেজওয়ানুল হোসেন রিয়াজ, কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক কাজী মোখতার হোসেন,সারোয়ার ভূঁইয়া রুবেল, সহসাধারণ সম্পাদক মাহবুব ফরাজী, সহসাংগঠনিক সম্পাদক ইকবাল চাকলাদার, প্রচার সম্পাদক জাকিরুল ইসলাম জাকির, সহপ্রচার সম্পাদক আকতারুজ্জামান রনি, সহশিল্পবিষয়ক সম্পাদক ইব্রাহিম ভূঁইয়া সাগর, সহযোগাযোগবিষয়ক সম্পাদক আমজাদ হোসেন শাহাদাত, সদস্য আব্দুল আলীম মিঠু ও আরএস নৈতিক প্রমুখ।

তারা উত্তরা ১১নং সেক্টরের জমজম টাওয়ার ও তৎসংলগ্ন কাঁচাবাজার, বাংলাদেশ মেডিকেল সংলগ্ন রাস্তায়, মাসকট প্লাজা সংলগ্ন রাস্তায়, ১৩ নং সেক্টর রাস্তা সহ উত্তরার বিভিন্ন এলাকায় গণসংযোগ এবং লিফলেট বিতরণ করেন।

কর্মসূচি চলাকালে কেন্দ্রীয় নেতৃবৃন্দ ৭ জানুয়ারির নির্বাচন বাতিলের দাবিতে রাজপথে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ফখরুল ইসলাম রবিন বলেন, তারেক রহমানের নেতৃত্বে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সব পর্যায়ের নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে এ ফ্যাসিবাদী সরকারের তামাশার নির্বাচন প্রতিহত করবে।

আরও খবর

Sponsered content