সারা দেশ

আবারও ৩৯ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি

আবারও ৩৯ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে প্রায় ৩৯ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে সরকার। এ বন্দরের ৩১ জন আমদানিকারক এসব পেঁয়াজ আমদানি করতে পারবেন।

মঙ্গলবার (৫ই মার্চ) সকালে সোনামসজিদ উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-পরিচালক সোমির ঘোষ এতথ্য নিশ্চিত করেন।সোমির ঘোষ বলেন, ফেব্রুয়ারির শেষ সপ্তাহ আর মার্চের ৪ তারিখ পর্যন্ত সোনা মসজিদ স্থলবন্দরের ৩১ জন আমদানিকারক পেঁয়াজ আমদানির অনুমতি পেয়েছেন।

তারা ৩৯ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানি করতে পারবেন।কবে নাগাদ পেঁয়াজ আমদানি শুরু হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত নিদিষ্ট কোনো দিন ঠিক হয়নি।

তবে রোজার আগেই এই বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হবে।বর্তমানে চাঁপাইনবাবগঞ্জের বাজারগুলোতে ১০৫-১১০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে।

%d bloggers like this: