সারা দেশ

বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায়

ব্রাহ্মণবাড়িয়া বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. নাজমুল হাছান (১৮) নামে এক হোটেল বয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ অক্টোবর) উপজেলার উপজেলার পৌর শহরের জনতা শপিং টাওয়ারের তৃতীয় তলায় দি ফুডপ্যালেস হেটেলে এ ঘটনা ঘটে।

জানা গেছে, নাজমুল কুমিল্লার দাউদকান্দি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের রায়পুর গ্রামের সেলিম মিয়ার ছেলে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কর্মরত অবস্থায় নাজমুল হোটেলের ফ্রিজ পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়।

পরে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।কসবা থানার ওসি (তদন্ত) আবদুল বাতেন বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।