সারা দেশ

আর ফেরা হলো না করিমের বেগুন ক্ষেতে সেচ দিতে গিয়ে

আর ফেরা হলো না করিমের বেগুন ক্ষেতে সেচ দিতে গিয়ে

শেরপুরের নালিতাবাড়ীতে নিজ আবাদি বেগুন ক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ট হয়ে আব্দুল করিম (৪৫) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১৭ মার্চ) বেলা সাড়ে এগারোটার দিকে উপজেলার নন্নী ইউনিয়নের কুতুবাকুড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল করিম ওই গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।স্থানীয় সূত্র জানায়, রোববার বেলা আনুমানিক সাড়ে এগারোটার দিকে আব্দুল করিম নিজের আবাদি বেগুন ক্ষেতে সেচ দিতে নিজেরই বৈদ্যুতিক সেচপাম্প চালু করতে যান।

এসময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে পড়লে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে পার্শবর্তী নন্নী বাজারের নন্নী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে নিয়ে যান।

পরে সেখান থেকে পরিবারের লোকজন আরো উন্নত চিকিৎসার জন্য ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভুইয়া জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। একইসাথে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে ওসি জানান।

আরও খবর

Sponsered content