বিজ্ঞান ও প্রযুক্তি

এবার ট্যাব এনেছে ওয়ানপ্লাস

চীনের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ানপ্লাস নতুন ট্যাব এনেছে। মডেলের নাম ‘ওয়ানপ্লাস প্যাড গো’। ট্যাবটির ডিসপ্লের আয়তন ১১.৩৫ ইঞ্চি। এই ডিসপ্লেতে ২.৪ কে রেজুলেশন পাওয়া যাবে।

নতুন এই ট্যাবে ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ রয়েছে। শুরুতে এই ট্যাব চীনের বাজারে বিক্রি হচ্ছে। শিগগিরই আন্তর্জাতিক বাজারে বিক্রি করবে ওয়ানপ্লাস।

ওয়ানপ্লাস প্যাড গো ট্যাবে থাকছে একটি কোয়াড স্পিকার ইউনিট এবং ডলবি অ্যাটমোস সাপোর্ট। এর মাধ্যমে ইউজাররা সিনেম্যাটিক সাউন্ড এক্সপিরিয়েন্স পাবেন।

ইউএফএস ২.২ ইনবিল্ট স্টোরেজ থাকতে চলেছে ওয়ানপ্লাস প্যাড গো মডেলে। এই ট্যাব একটি মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর থাকছে।ট্যাবটির রিয়ার ও ফ্রন্ট ক্যামেরা ৮ মেগাপিক্সেলের।

ব্যাকআপের জন্য ডিভাইসটিতে ৮০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি দিয়েছে ওয়ানপ্লাস।এছাড়াও এই ট্যাবে ইউএসবি ২.০ টাইপ- সি পোর্ট থাকছে। ওয়াই-ফাই এবং সেলুলার, দুই ভ্যারিয়েন্টেই লঞ্চ হতে পারে ওয়ানপ্লাস প্যাড গো।

আরও খবর

Sponsered content

%d bloggers like this: