আন্তর্জাতিক

দক্ষিণ আফ্রিকায় বহুতল ভবনে আগুন নিহত ৫২

দক্ষিণ আফ্রিকায় বহুতল ভবনে আগুন নিহত ৫২

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে একটি বহুতল ভবনে আগুনে অন্তত ৫২ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৪০ জন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, এখনও আগুনের কারণ জানা যায়নি।জোহানেসবার্গের জরুরি ব্যবস্থাপনা সেবার মুখপাত্র রবার্ট মুলানজি বলেন, আজ বৃহস্পতিবার সকালে ভবনটিতে আগুন লাগে।

এখন পর্যন্ত ৫২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।তিনি বলেন, এখনো উদ্ধার কাজ চলছে। ৪৩ জন দগ্ধকে চিকিৎসা দেওয়া হচ্ছে।