সারা দেশ

গুঁড়ি গুঁড়ি বৃষ্টি বইছে হিমেল হাওয়া

গুঁড়ি গুঁড়ি বৃষ্টি বইছে হিমেল হাওয়া

গাইবান্ধায় ওপর দিয়ে বয়ে যাচ্ছে হিমেল হাওয়া। একইসঙ্গে দেখা গেছে কালো মেঘের ঘনঘটা। বুধবার রাত থেকেই আকাশ ছিল মেঘাচ্ছন্ন। এরই মধ্যে বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি।

আজ সকাল সাড়ে ৮টা থেকে জেলার বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়। বৈরী আবহাওয়ার কারণে রাস্তাঘাট ও শহর-বন্দরে মানুষের উপস্থিতি ছিল তুলনামূলক কম।

এদিকে গত দু’দিন ধরে জেলায় সূর্যের দেখা মেলেনি। শীতও অনুভূত হচ্ছে। এতে ফসলসহ আম ও লিচুর মুকুলের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা।গোবিন্দগঞ্জ উপজেলার কৃষক সাইফুল ইসলাম বলেন, হঠাৎ করে সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে।

অনেকে জমি থেকে আলু তুলছে, কেউ সরিষা তুলে শুকাতে দিয়েছে। আবহাওয়ার এমন আচরণে খেতের সবজি, ফসলসহ আম-লিচুর মুকুলের ক্ষতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

গাইবান্ধা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক খোরশেদ আলম বলেন, গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে কৃষকের তেমন ক্ষতি হবে না। তবে এটি যদি স্থায়ী হয়, সেক্ষেত্রে কিছুটা ক্ষতির সম্ভাবনা রয়েছে।

আরও খবর

Sponsered content