আন্তর্জাতিক

আবারও পশ্চিম তীরে ইসরায়েলিদের ওপর হামলা

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলিদের ওপর হামলা চালিয়েছে ফিলিস্তিনিরা। এতে দুই ইসরায়েলি আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। বৃহস্পতিবার (৯ নভেম্বর) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান মাগেন ডেভিড আদম (এমডিএ) জানিয়েছে, পশ্চিম তীরের উত্তরাঞ্চলে ইতামারে ইসরায়েলিদের ওপর এ হামলা হয়। এ সময় এক ইসরায়েলি গুরুতর আহত হন। এ ছাড়া অপর ব্যক্তিও মাঝারি পর্যায়ের আহত হয়েছেন।

এমডিএ জানিয়েছে, ওই দুই ইসরায়েলিকে তাদের মেডিক্যাল টিম চিকিৎসাসেবা দিয়েছে। তাদের মধ্যে ২১ বছর বয়সী এক তরুণের অবস্থা গুরুতর। এ ছাড়া ২৩ বছর বয়সী অপর তরুণীর অবস্থা গুরুতর না হলেও তিনিও মাঝারিভাবে আহত হয়েছেন। তবে এ হামলার সময় আলৌকিকভাবে ৫ মাস বয়সী এক শিশু বেঁচে গেছে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, হামলার পর ইসরায়েলি ওই ব্যক্তি নিজে গাড়ি চালিয়ে নিকটস্থ বসতির কাছে যান। এরপর সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেয় মেডিক্যাল টিম। পরে হেলিকপ্টারে করে তাদের দুজনকে উন্নত চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়।

এর আগে বুধবার (৮ নভেম্বর) ইসরায়েলের তিনটি শহরে রকেট হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেড জানায়, তারা ইসরায়েলের তিনটি শহরে হামলা চালিয়েছে। এ শহরগুলো হলো গুশ দান, সেদরত ও মেফালসিম। এসব শহরে হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা জানাতে পারেনি সামরিক শাখা।

হামাসের সামরিক শাখা কাসেম ব্রিগেড জানিয়েছে, তারা বেত লাহিয়ার উত্তর পূর্ব অঞ্চলে হামলা চালিয়েছে। এ সময় তারা একটি ট্যাংকও ধ্বংস করেছে। সামরিক এ শাখাটি এর আগে গাজার দক্ষিণ পূর্বাঞ্চলে দুটি ট্যাংক এবং উত্তরে আরেকটি ট্যাংক ও সেনাদের যান ধ্বংস করেছিল।

আরও খবর

Sponsered content