15 December 2025 , 6:17:33 প্রিন্ট সংস্করণ
বিশ্বের সবচেয়ে বড় মসজিদ মক্কার মসজিদ আল-হারাম (গ্র্যান্ড মসজিদ) ও মসজিদে নববী সফরকারীদের সঙ্গে থাকা শিশু হারিয়ে বা হাতছাড়া হয়ে গেলেও এখন পাওয়া যাবে সহজেই। গালফ নিউজ জানিয়েছে, গ্র্যান্ড মসজিদ কর্তৃপক্ষ শিশুদের হাতে পরিচয় শনাক্ত করার ব্রেসলেট পরিয়ে দিচ্ছে। নতুন এ উদ্যোগের ফলে অভিভাবকদের দুঃশ্চিন্তা লাঘব হচ্ছে। বিশেষ করে উমরাহ ও হজের সময়ে প্রচ- ভিড়ে এটি ব্যাপক কাজে আসবে। ব্রেসলেটে অভিভাবকদের বিস্তারিত তথ্য থাকছে। ফলে কোনো শিশু হাত ফসকে বিচ্ছিন্ন হয়ে গেলেও কর্তৃপক্ষ তাকে খুঁজে সহজেই বাবা-মায়ের কাছে পৌঁছে দিতে পারবে।
সৌদি আরব সফরকারীরা বাদশা আব্দুল আজিজ গেইট ও বাদশা ফাহাদ গেইটে (গেইট নম্বর ৭৯) এসব ব্রেসলেট পাবেন। সেখানে সৌদি কর্মকর্তারা ব্রেসলেটে অভিভাবকদের তথ্য যুক্ত করে দেবেন। উমরা ও হজের সময়েপ্রচ- ভিড় হয় মসজিদ আল-হারাম ও মসজিদে নববীতে। সেসময় শিশুদের নিয়ে সফর করা অভিভাবকরা দুশ্চিন্তায় পড়েন।
অনেক সময় হাত ফসকে শিশুরা হারিয়ে যায়। ফলে শিশুদের সুরক্ষায় এই উদ্যোগ নিয়েছে মসজিদ কর্তৃপক্ষ। এ সুবিধা নিতে তারা অভিভাবকদেরও উৎসাহ দিচ্ছে।


