10 March 2024 , 5:45:08 প্রিন্ট সংস্করণ
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লা আলী খামেনির ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বাতিল করেছে মেটা। গত মাসে খামেনির অ্যাকাউন্টগুলো বাতিল করা হয় বলে জানিয়েছে মার্ক জাকার্বাগের প্রতিষ্ঠানটি। মেটার তথ্যমতে, ‘বিপজ্জনক সংস্থা ও ব্যক্তিদের বিষয়ে ফেসবুক ও ইনস্টাগ্রামের নীতি বারবার লঙ্ঘন করায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় এ নেতার অ্যাকাউন্টগুলো সরিয়ে দেওয়া হয়েছে’।
এ ঘটনায় নিন্দা প্রকাশ করে খামেনির অ্যাকাউন্ট বাতিল করাকে ‘অবৈধ ও অনৈতিক’ বলে জানিয়েছে ইরান সরকার। খবর তেহরান টাইমস।গত শুক্রবার মিডল ইস্ট আইকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আবদুল্লাহিয়ান বলেন, ‘এটা অবৈধ ও অনৈতিক’।
তিনি বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে একজন বিপ্লবী নেতার অ্যাকাউন্ট বাতিল করাটা শুধু বাক্স্বাধীনতার লঙ্ঘন নয়, বরং তাঁর লাখ লাখ অনুসারী ও সংবাদ প্রকাশের জন্যও অপমানজনক’।ইরানের পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, খামেনির অ্যাকাউন্ট বাতিল করার মধ্য দিয়ে ফিলিস্তিনের একজন বিশিষ্ট সমর্থকের মতামত সেন্সর করার (বিধিনিষেধ আরোপ) চেষ্টা করছে ‘সিলিকন ভ্যালির সাম্রাজ্য’।
গত মাসে আকস্মিকভাবে আয়াতুল্লা আলী খামেনির ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বাতিল করে মেটা। অ্যাকাউন্টগুলোতে অর্ধকোটিরও বেশি ফলোয়ার ছিল।পূর্ব ঘোষণা ছাড়াই মেটার এই সিদ্ধান্ত কোম্পানিটির ইসরায়েলপন্থী অবস্থানকে আরও স্পষ্ট করে তুলেছে বলছে ইরান।