এক্সক্লুসিভ

কুমারখালীতে সড়কের ধারে স্যান্ডেল আর নদীপাড়ে ছিল রিক্সা, এলাকায় চাঞ্চল্য

সড়কের ধারে পরে ছিল একজোড়া স্যান্ডেল। আর মরা কালীগঙ্গা নদীপাড়ে পড়েছিল ব্যাটারিচালিত একটি রিক্সা। স্যান্ডেল ও রিক্সার দুরত্ব প্রায় ১০০ মিটারের মতো। তবে রিক্সাটির ব্যাটারি নেই। মালিকও খুঁজে পাওয়া না গেলে এক চাঞ্চল্যের সৃষ্টি হলে পুলিশকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ শুক্রবার বিকেল ৩টার দিকে কুষ্টিয়ার কুমারখালীর বাগুলাট ইউনিয়নের কুটিপাড়া এলাকা থেকে স্যান্ডেল ও রিক্সাটি জব্দ করে নিয়ে যায়। পুলিশের ধারণা, ব্যাটারি চুরি করে রিক্সাটি ফেলে গেছে চোর চক্রের সদস্যরা। জানা গেছে, মরা কালীগঙ্গা নদী ঘেঁষে উপজেলার বাগুলাট ইউনিয়নের বাঁশগ্রাম -দমদমা সড়ক। সেখানকার কুটিপাড়া এলাকায় সড়কের ধারে শুক্রবার বিকেলে একজোড়া কালো রঙের স্যান্ডেল এবং সড়কের নিচে নদীপাড়ে একটি রিক্সা দেখতে পান স্থানীয়রা। তবে রিক্সাটির ব্যাটারির স্থান ছিল ফাঁকা। আবার সেখানে রিক্সার মালিককে খুঁজে না পেয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলে পুলিশকে খবর দেন তারা। পরে পুলিশ এসে রিক্সা ও স্যান্ডেল জব্দ করে নিয়ে যায়। স্থানীয় বাসিন্দা প্রিন্স মাহমুদ বলেন, সড়কের ধারে স্যান্ডেল ও নদীপাড়ে একটি ব্যাটারি বিহীন রিক্সা দেখা যায়। তবে মালিক না থাকায় প্রথমে মনে হয়েছিল ব্যাটারি চুরি করে চালকের সঙ্গে খারাপ কিছু হলো কি না? সেজন্য আশপাশ ও নদীতে অনেক খোঁজাখুঁজি করা হয়। কাউকে না পেয়ে পুলিশকে বিষয়টি জানানো হয়। কুমারখালীর বাঁশগ্রাম পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই আলমগীর হোসেন বলেন, খবর পেয়ে ব্যাটারি বিহীন একটি রিক্সা ও স্যান্ডেল জব্দ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ব্যাটারি চুরির পর রিক্সা ফেলে গেছেন কেউ। তবে তদন্ত শেষে পরে বিস্তারিত জানানো যাবে

আরও খবর

Sponsered content