30 November 2024 , 6:42:34 প্রিন্ট সংস্করণ
সাকী মাহবুব, পাংশা (রাজবাড়ী) সংবাদদাতা: রাজবাড়ীর পাংশায় পাট্রা ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী ও সহযোগী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ৩০ নভেম্বর পাট্রা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী পাট্রা ইউনিয়ন শাখার উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক এবং রাজবাড়ী ২ আসনের এমপি প্রার্থী মো হারুন অর রশিদ।
পাট্রা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবদুল মান্নানের সভাপতিত্বে এবং শরিফুল ইসলামের সন্তালনায় বক্তব্য রাখেন পাংশা উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ড.আবুল কালাম আজাদ, এইচ এম জিলহজ্জ হোসেন, পাংশা উপজেলা ছাত্র শিবিরের সভাপতি নাইমুল ইসলামসহ প্রমুখ।