মহান বিজয় দিবস উপলক্ষে কুষ্টিয়ার খোকসা উপজেলায় এক বিশাল ও সুশৃঙ্খল র্যালি আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী খোকসা উপজেলা। খোকসা উপজেলা গেট থেকে শুরু হওয়া এই র্যালিটি খোকসা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। শৃঙ্খলার অনন্য দৃষ্টান্ত র্যালিটি ছিল চোখে পড়ার মতো।
নেতা-কর্মীরা সুনির্দিষ্ট দুই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে অত্যন্ত ধীরস্থিরভাবে অগ্রসর হন।র্যালিতে অংশগ্রহণকারীদের কণ্ঠে ছিল স্বাধীনতা দিবসের দীপ্ত স্লোগান। স্লোগানে স্লোগানে পুরো বাজার এলাকা মুখরিত হয়ে ওঠে, যা সাধারণ ব্যবসায়ীদের এবং পথচারীদের মধ্যে এক ভিন্নতর আমেজ তৈরি করে। উপস্থিত জনতা জানান, দীর্ঘ সময় পর এমন সুশৃঙ্খল ও উৎসবমুখর র্যালি এলাকায় প্রাণের স্পন্দন ফিরিয়ে এনেছে।
র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত জননেতা অধ্যাপক আফজাল হোসাইন। তার নেতৃত্বে র্যালিটি এক বিশাল জনসমুদ্রে পরিণত হয়। এছাড়াও স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন
খোকসা উপজেলা আমীর নজরুল ইসলাম, নায়েবে আমীর মোরশেদ আলম, সেক্রেটারি মাওলানা মোঃ আইনুদ্দিন, সহকারী সেক্রেটারি সাইফুর রহমান আল-আমিন প্রমূখ।
এছাড়াও খোকসা উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন। র্যালি শেষে নেতৃবৃন্দ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে সংক্ষিপ্ত বক্তব্য ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।