সারা দেশ

কুষ্টিয়ায় মিত্র ফাউন্ডেশনের উদ্যোগে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ায় মিত্র ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।বুধবার (৩ ডিসেম্বর) বিকালে কুষ্টিয়া হাউজিং এস্টেট এলাকায় এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

​শীতবস্ত্র বিতরণ করেন মিত্র ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. আব্দুল হান্নান। এ শীতবস্ত্র বিতরণ সহযোগিতা করেন স্থানীয় স্বেচ্ছাসেবীগণ। এসময় বিভিন্ন রঙের শীতবস্ত্র হাতে পেয়ে শিশুদের মধ্যে বেশ উচ্ছাস প্রকাশ করতে দেখা যায়।

মিত্র ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. আব্দুল মান্নান কাকন নিজ উদ্যোগে দরিদ্র, মধ্যবিত্ত ও সাধারণ মানুষের জন্য দীর্ঘদিন ধরেই বিভিন্ন সেবামূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে। ফাউন্ডেশনটির আওতায় শিক্ষা সহায়তা, শিক্ষা উপকরণ বিতরণ, অসুস্থ ও অসহায় মানুষকে চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা, পাশাপাশি এতিম শিশুদের জন্য তাদের মাদ্রাসার পোশাক ও বিশেষ বিশেষ দিনে তাদের খাওয়ার ব্যবস্থা করা হয়ে থাকে। এছাড়াও প্রতি বছর ঈদ উপহার, আপদকালীন সাহায্য, করোনাকালীন সময়ে খাদ্যসামগ্রী বিতরণসহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ৫টি আইসিইউ বেড সহায়তা দিয়ে মানবিক কাজের দৃষ্টান্ত স্থাপন করেছে মিত্র ফাউন্ডেশন।

এ বছর শিশুদের মঝে শীতবস্ত্র বিতরণের মধ্য দিয়ে তাদের কার্যক্রম শুরু করলো ফাউন্ডেশনটি। পরবর্তীতে বিভিন্ন বয়সী নারী-পুরুষদের মধ্যেও শীতবস্ত্র বিতরণ করা হবে।

আরও খবর

Sponsered content