25 October 2025 , 9:51:34 প্রিন্ট সংস্করণ
কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে বাংলাদেশ বিএনপির এমপি মনোনয়ন প্রত্যাশী, কৃষক দলের কেন্দ্রীয় নেতা হাফেজ মইন উদ্দিন দুটি ধর্মীয় প্রতিষ্ঠান এবং দুটি অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন। গতকাল শুক্রবার (২৪ অক্টোবর) বাদ জুম্মা তিনি কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নের নিশ্চিন্তবাড়িয়া ও মহিষাখোলা এলাকায় আর্থিক সহায়তা, চাউল ও ঢেউটিন নিয়ে ছুটে যান। প্রথমে নিশ্চিন্তবাড়িয়া হাফেজিয়া মাদ্রাসায় তার আর্থিক সহায়তায় ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন। এরপর সম্প্রতি অগ্নিকান্ডে নিঃস্ব প্রতিবন্ধী আইনাল শেখ এবং অসহায় নও মুসলিম আব্দুল্লাহর বাড়ীতে ছুটে যান, সেখানে তিনি দুই বান্ডিল ঢেউটিন ও দুই বস্তা চাউল বিতরণ করেন। এছাড়াও মহিষাখোলা রেলপাড়া জামে মসজিদের উন্নয়নকল্পে মুসল্লী ও এলাকাাসীর উপস্থিতিতে সভাপতির হাতে নগদ অর্থ তুলে দেন। এসময় তিনি বলেন- দীর্ঘদিন ধর্মীয় ও সামাজিক কাজের সাথে আমি জড়িত আছি। আপনাদের দোয়া নিতে এসেছি, পাশাপাশি বিএনপির ৩১ দফার পোষ্টারও তুলে দিচ্ছি। তিনি আরো বলেন- শহীদ জিয়ার রুহের মাগফেরাত, বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা করে আজকের এই কর্মসূচি পালন করলাম। হাফেজ মইন উদ্দিন এমপি মনোনয়ন প্রত্যাশা করে জানান, দল আমাকে কাজ করার নির্দেশ দিয়েছে, আমি দলের কর্মী হিসেবে কাজ করছি। মনোনয়ন পেলে আপনারা পাশে থাকবেন আশা ব্যক্ত করে তিনি বলেন, আমি মাটি ও মানুষের জন্য কাজ করছি





