সারা দেশ

ঘুমের মধ্যে সাপের কামড়, যুবকের মৃত্যু

কুষ্টিয়ার কুমারখালীতে সাপের কামড়ে সাব্বির আহমেদ (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত সাব্বির উপজেলার বাগুলাট ইউনিয়নের মধুপুর এলাকার  জাহাঙ্গীর আলীর ছেলে। তিনি পেশায় ডেকোরেশন শ্রমিক ছিলেন।

 জানা গেছে, সাব্বির আহমেদ রাতে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। এসময় বিষধর সাপ তাকে ছোবল দেয়। পরে যন্ত্রণা শুরু হলে পরিবারের লোকজন তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করান। সকালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হোসেন ইমাম বলেন, সাপের কামড়ে বিষক্রিয়ায় ওই যুবকের মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান শেখ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

আরও খবর

Sponsered content