29 September 2025 , 6:55:52 প্রিন্ট সংস্করণ
কুষ্টিয়ার কুমারখালীতে প্রতিবছরের ন্যায় এবারো প্রায় চার হাজার দুস্থ ও অসহায় মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা দিয়েছে আলাউদ্দিন আহমেদ ফাউন্ডেশন ও তহিরন নেছা হাসপাতাল। তারমধ্যে এক হাজার জনকে ছানি অপারেশন করা হবে।
গতকাল রোববার সকাল ৯টায় আলাউদ্দিন নগরে অবস্থিত তহরিন নেছা হাসপাতাল ও ডায়াগনস্টিক বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প ২০২৫ শুরু হয়। এ নিয়ে গেল ২১ বছরে অর্ধ লক্ষাধিক মানুষকে বিনামূল্যে এমন সেবা দিয়েছে হাসপাতালটি। তারমধ্যে অন্তত ১৫ হাজার জনকে করা হয়ে হয়েছে বিনামূল্যে ছানি অপারেশন। দুপুরে সরেজমিন গিয়ে দেখা যায়, হাসপাতাল চত্বরে দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন নানাবয়সি নারী-পুরুষ। স্বেচ্ছাসেবিরা তাদের দিকনির্দেশনা দিচ্ছেন। আর খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতাল থেকে আগত বিশেষজ্ঞ চিকিৎসকরা সেবা দিচ্ছেন।
এ সময় উপজেলার চাপড়া ইউনিয়নের লাহিনীপাড়া এলাকার বয়োজ্যেষ্ঠ ফরিদা খাতুন আবেগ আপ্লুত হয়ে বলেন, ‘চোখে ছানি পড়েছে বাবা। আমরা ফকির মানুষ। বাইরে অপারেশন করাতি ক্লিনিক ওয়ালা ২৫ হাজার টাকা চাইছে। সেজন্য ফ্রি শুনে এখেনে আইসি।’ সদকী ইউনিয়নের ঘাঁসখাল এলাকার আব্দুর রহিমের বয়স সত্তরোর্ধ। দেহ কর্মক্ষম হলেও ঝালমুড়ির বিক্রি করে জীবিকার্জন তার। তিনি বলেন, মেলাদিন আগে এখান থেকে বিনামূল্যে এক চোখের ছানি অপারেশন করেছিলাম। মাইকে খবর শুনে আরেক চোখের জন্য এসেছি। বিনামূল্যে সেবা পেয়ে খুশি সবাই। জি টিভির কুষ্টিয়া প্রতিনিধি ও স্থানীয় বাসিন্দা কাজী সাইফুল বলেন, বাইরে অপারেশন করাতে ২০-২৫ হাজার টাকা লাগে। যা অনেকেরই ক্ষমতার বাইরে। তহিরন নেছা হাসপাতালের কাজটি অবশ্যই প্রশংসনীয়। সমাজের সকল বিত্তবানদের এভাবে এগিয়ে আসা উচিৎ।
আয়োজকরা জানায়, বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবী, শিক্ষানুরাগী ও দানবীর আলাউদ্দিন আহমেদ গত ২১ বছর ধরে সুবিধাবঞ্চিত মানুষের চক্ষু চিকিৎসার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ২০০৪ সাল থেকে খুলনা বিএনএসবি আই হসপিটালের সহযোগিতায় শুরু হওয়া এই কার্যক্রম আজ একটি আশীর্বাদস্বরূপ উদ্যোগে পরিণত হয়েছে। এ পর্যন্ত প্রায় ৫০ হাজার রোগী এই ক্যাম্পের মাধ্যমে চক্ষু চিকিৎসা সেবা পেয়েছেন, যার মধ্যে ১৫ হাজার জনের সফল ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। বিনামূল্যে সেবা নিতে পেরে খুশি স্থানীয়রা।
২০২৫ সাল থেকে তহিরন নেছা হাসপাতালে চালু হওয়া আধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ ভিশন সেন্টার-এর মাধ্যমে নিয়মিত চোখের পরীক্ষা, ছানি রোগী বাছাই এবং ফলোআপ সেবা প্রদান করা হচ্ছে। নির্বাচিত রোগীদের খুলনা বিএনএসবি আই হসপিটালে নিরাপদ পরিবহনের মাধ্যমে নিয়ে গিয়ে অপারেশন করা হয়। টাকার অভাবে সমাজে কেউ দৃষ্টিহীন থাকবে না বলে জানিয়েছেন তহিরন নেছা হাসপাতালের পরিচালক ডা. মো. সাইদুল ইসলাম। তিনি বলেন, গেল ২১ বছরে প্রায় ৫০ হাজারের অধিক অসহায় ও দুস্থ মানুষকে বিনামূল্যে সেবা প্রদান করা হয়েছে। তারমধ্যে ১৫ হাজারের বেশি জনকে ছানি অপারেশন করা হয়।