রাজনীতি

কুমারখালীতে এনসিপির উঠান বৈঠক

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 2621440;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 44;

কুষ্টিয়ার কুমারখালীতে গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান, গণহত্যার বিচার ও সংস্কারের দাবিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৫টায় কুমারখালী শহর সংলগ্ন গড়াই সেতুর দক্ষিণপাশে বৈঠকের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি, কুমারখালী উপজেলা শাখা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক (দক্ষিণাঞ্চলীয়) নয়ন আহমেদ। উপজেলা নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী হেলাল উদ্দিনের সভাপতিত্বে এবং যুগ্ম সমন্বয়কারী আইনজীবি আবুল হাসেম বাদশার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী জান্নাতুল ফেরদৌস টনি, যুগ্ম সমন্বয়কারী কে এম আর শাহীন ও আলমাস হাসান, উপজেলা যুগ্ম সমন্বয়কারী আসাদুজ্জামান আলী প্রমূখ। এ সময় জেলা ও উপজেলা নাগরিক পার্টি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক (দক্ষিণাঞ্চলীয়) নয়ন আহমেদ বলেছেন, ভারতের পরামর্শে বঙ্গবন্ধুর মাধ্যমে ১৯৭২ সালে যে সংবিধানটা উপনিত হয়। তাতে বাংলাদেশের প্রকৃত ভিত্তি এবং দেশের মানবিকসহ সকল কিছুকে বঞ্চিত করা হয়েছে। এই সংবিধানটাকে বর্তমান প্রজন্ম আর গ্রহণ করছে না। মানুষের আশা আকাঙ্খার প্রতিফলন ঘটে এমন সংবিধান চাই। সেজন্য এনসিপি সারাদেশে গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান, বিচার ও সংস্কারের দাবিতে উঠান বৈঠকের আয়োজন করেছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত কার্যক্রম চলমান থাকবে।