খেলাধুলা

আবারও তামিম ইকবালের সঙ্গে আলোচনা

আবারও তামিম ইকবালের সঙ্গে আলোচনা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের অষ্টম সভা হয়েছিল গত ১২ জুন। দীর্ঘ আট মাস পর আজ চলতি বোর্ডের নবম সভা হয় মিরপুরের বিসিবি কার্যালয়ে। যেখানে বেশ কিছু বিষয়ে সিদ্ধান্ত ও আলোচনা হয়েছে।

সভা শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, সাকিব আল হাসানের সঙ্গে আলোচনা হয়েছে তার। চোখের সমস্যা এখনো কাটিয়ে উঠতে পারেননি সাকিব।

নাজমুল বলেন, ‘সাকিবের সাথে কথা হয়েছে। ওর চোখের সমস্যা এখনো যায়নি। সামনে শ্রীলঙ্কা সিরিজ আছে, বিশ্বকাপ আছে।ওর অ্যাভেইলেবিলিটি শিওর না। বৈঠক শেষে অবশ্য বোর্ডের একটি সূত্র নিশ্চিত করেছে, ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন পূর্ণাঙ্গ সিরিজে থাকবেন না সাকিব।

চোট আর বিভিন্ন নাটকীয় কারণে দীর্ঘদিন বাইরে থাকা তামিম ইকবাল এই সিরিজ দিয়ে জাতীয় দলে ফিরবেন কি না সেটি নিশ্চিত করতে পারেননি নাজমুল। এখনো আলোচনার বাকি জানিয়ে বলেন, ‘তামিমের ইস্যু নিয়ে কথা হয়েছে, আজ জালাল ভাইও (বোর্ড পরিচালক) বলছিল।

ঢাকায় আসার সাথে সাথে উনারা বসবেন তামিমের সাথে। উনারা বসার পর আমিও বসব। আমার ধারণা বিপিএল চলাকালেই সব সিদ্ধান্ত জানতে পারব, এর আগে বলা মুশকিল।

আরও খবর

Sponsered content