এক্সক্লুসিভ

কুমারখালীতে বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত

মাহমুদ শরীফ

‘দীর্ঘমেয়াদী ব্যথা নিরাময়ে ফিজিওথেরাপী কার্যকরী চিকিৎসা’ এ প্রতিপাদ্য নিয়ে কুষ্টিয়ার কুমারখালীতে বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত হয়েছে।

সোমবার ৮সেপ্টেম্বর সকালে ফ্যামিলি কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের আয়োজনে দিবসটি উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ফ্যামিলি কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের আবাসিক ফিজিও থেরাপিস্ট মোঃ সোহেল রানার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক ডায়গনস্টিক ও হাসপাতাল অ্যাসোসিয়েশন কুমারখালী উপজেলা শাখার সভাপতি ও ফ্যামিলি কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক সুজয় চাকী।

এসময় আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মুশফিকুর রহমান, মেডিকেল অফিসার ডাঃ সৌভিক দে, ফিজিওথেরাপিস্ট সানজিদা নাহার শোভা, মেডিকেল টেকনোলজিস্ট মুজিবুল করিম, রেডিওলজিস্ট নিরা আনান, শ্রী অসীম কুমার কুন্ডুসহ হাসপাতালটির সকল কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন ।

উল্লেখ্য, বিশ্বব্যাপী সচেতনতা অর্জনের লক্ষ্যে ১৯৯৬ সাল থেকে বৈশ্বিক ফিজিওথেরাপি সংস্থা ‘ওয়ার্ল্ড ফিজিওথেরাপি’র আহ্বানে প্রতিবছর ৮সেপ্টেম্বর ১২১টি দেশে একযোগে দিবসটি পালিত হয়। ২০০৭ সাল থেকে বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের উদ্যোগে দিবসটি পালিত হয়ে আসছে।