এক্সক্লুসিভ

শহীদ আবরার ফাহাদের নামে সেতুর দাবিতে মানববন্ধন

কুষ্টিয়া কুমারখালী উপজেলার কয়া ইউনিয়ন সহ তিনটি ইউনিয়নের লক্ষাধিক মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম খেয়া পারাপার। দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেও পুরণ হয়নি সে দাবী।

এই অঞ্চলের জনসাধারণের চলাচলের সুবিধার্থে সেতু বাস্তবায়নের জন্য জোর দাবী জানিয়েছেন স্কুল কলেজের শিক্ষার্থীরা সহ সর্বস্তরের জনগণ।

সোমবার (২৮ এপ্রিল) সকাল নয়টার সময় গড়াই নদীর মাঝে শত শত এলাকাবাসী জড়ো হয়ে দাবী করেন ঘোড়াই ঘাট থেকে বড়বাজার ঘাট পর্যন্ত সেতু নির্মাণ করতে হবে। এসময় শহিদ আবরার ফাহাদের পিতা বরকতউল্লাহ উপস্থিত ছিলেন তিনিও জোর দাবী জানিয়েছেন সেতুটি বাস্তবায়নের ব্যাপারে। এলাকাবাসীও দাবী করেন এই ঘাটে শহীদ আবরার ফাহাদের নামে একটি সেতু বাস্তবায়ন করতে হবে, এবিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে জানানো হয়েছে তারাও আস্বস্ত করেছেন বলে জানান তারা।

আরও খবর

Sponsered content