বিনোদন

এবার পাঠানের রেকর্ড ভাঙার পথে জওয়ান

শাহরুখ খান অভিনীত ‘জওয়ান’ এই মুহূর্তে বক্স অফিসে রাজত্ব করছে। ৭ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘জওয়ান’ এবং হিন্দি সিনেমার ইতিহাসে সর্বোচ্চ উদ্বোধনী দিনে আয়ের রেকর্ড গড়ে ৭৫ কোটি রুপি আয় করে। এরপর থেকেই ‘জওয়ান’ ঝড় তাণ্ডব চালাচ্ছে সিনেমা হলে।

শাহরুখ খানের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘জওয়ান’ ভারতীয় এবং আন্তর্জাতিক বক্স অফিসে একের পর এক রেকর্ড ভেঙে চলেছে।

মুক্তির মাত্র ১৬তম দিনে জওয়ান এখন বিশ্বব্যাপী মোট ৯৫৩ কোটি আয় করেছে। জওয়ানের সহ-প্রযোজক ও শাহরুখ খানের স্ত্রী গৌরী খান ইনস্টাগ্রাম স্টোরিজে জওয়ানের আয় শেয়ার করে লিখেছেন, “আগের মতো বিজয়।”

বাণিজ্য বিশ্লেষকদের মতে, সিনেমাটি এখন বিশ্বব্যাপী ৯৫০ কোটির আয় অতিক্রম করেছে। যদি এটি একই গতিতে চলতে থাকে তবে শিগগিরিই কয়েক দিনের মধ্যে ১ হাজার কোটির মাইলফলক ছুঁয়ে ফেলবে।

 যদিও ভারতীয় বক্স অফিসে জওয়ান ঝড়ের গতি কিছুটা স্থির হয়েছে, তবে শিগগিরই এটি পাঠানের সর্বোচ্চ আয়ের রেকর্ড অতিক্রম করে ফেলবে।

এই মুহূর্তে ভারতে জওয়ানের আয় ৫৩২ কোটি রুপি। অপরদিকে ভারতীয় বক্স অফিসে পাঠানের লাইফটাইম আয় ৫৪৩ কোটি রুপি।দক্ষিণের তারকা পরিচালক অ্যাটলি পরিচালিত ‘জওয়ান’-এ প্রধান ভূমিকায় অভিনয় করেছেন শাহরুখ খান।

আরো রয়েছেন নয়নতারা, বিজয় সেতুপাতি, সানায়া মালহোত্রা, প্রিয়ামণি, সুনীল গ্রোভার প্রমুখ।