কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি ঃ ২২.০৬.২০২৫ কুষ্টিয়ার খোকসায় থানা পুলিশের বিশেষ অভিযানে রতন মন্ডল (৫০) নামের এক আওয়ামীলীগ নেতাকে আটক করা হয়েছে । শনিবার বেলা সাড়ে ৩ টার দিকে খোকসা পৌর বাজার এলাকা থেকে তাকে আটক করে রোববার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। আটক রতন মন্ডল খোকসা পৌরসভার ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তিনি কালীবাড়ি পাড়ার (মাস্টার পাড়া) রঞ্জন মন্ডলের ছেলে। খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, বিস্ফোরক আইনে খোকসা পৌরসভার ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতিকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।