রাজনীতি

আমির হামজার বিশাল শোভাযাত্রা

জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি ঘোষণা না হলেও কুষ্টিয়া-৩ (সদর) আসনে আগেভাগেই প্রচারণা শুরু করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ও জনপ্রিয় ইসলামিক আলোচক মুফতি আমির হামজা।

সোমবার (১৬ জুন) বিকেলে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রায় অংশ নিয়ে তিনি নির্বাচনী মাঠে নিজের সরব উপস্থিতি জানান দিয়েছেন।

এদিন বিকেল ৪টার দিকে সদর উপজেলার পাটিকাবাড়ী মোড় এলাকা থেকে এই শোভাযাত্রা শুরু হয়। এতে সহস্রাধিক মোটরসাইকেল নিয়ে অংশ নেন আমির হামজার সমর্থকরা, যা এক বিশাল গণজমায়েতে পরিণত হয়।

শোভাযাত্রাটি স্থানীয় মনোহরদিয়া, ঝাউদিয়া, গোস্বামী দুর্গাপুর, উজানগ্রাম, পাটিকাবাড়ি, আব্দালপুরসহ ইবি থানার ৭টি ইউনিয়নের প্রধান সড়ক ও জনবহুল এলাকা প্রদক্ষিণ করে। টানা তিন ঘণ্টাব্যাপী এই শোভাযাত্রা চলে, যা এলাকার মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে।

শোভাযাত্রার সময় মাইকে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে নানা স্লোগান প্রচার করা হয় এবং ভোটারদের কাছে জামায়াত মনোনীত প্রার্থীর জন্য ভোট চাওয়া হয়।

প্রচার কার্যক্রমে মুফতি আমির হামজার সঙ্গে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি খাইরুল ইসলাম রবিন, ওলামা বিভাগের জেলা সেক্রেটারি মাওলানা ইয়াসির আরাফাত জিহাদী, জেলা ইউনিট সদস্য আশরাফুল আযাদ বাবলু, ইবি থানা জামায়াতের আমির রফিকুল ইসলাম, সেক্রেটারি আব্বাস আলী ও সহকারী সেক্রেটারি মাওলানা ইব্রাহিম খলিলসহ জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

আরও খবর

Sponsered content