14 February 2025 , 7:35:49 প্রিন্ট সংস্করণ
কুষ্টিয়ার কুমারখালীতে পুলিশের বিশেষ অভিযানে নাশকতা মামলায় দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (১৩ ফেব্র“য়ারি) সকালে উপজেলার চাপড়া ইউনিয়নের ধর্মপাড়া ও জগন্নাথপুর ইউনিয়নের জোতপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। আইনী কার্যক্রম শেষে দুপুর ২টার দিকে তাদের আদালতে পাঠিয়েছে পুলিশ। আসামিরা হলেন-উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের জোতপাড়া গ্রামের মৃত কেসমত কবিরের ছেলে মো. সাইদুল ওরফে শহিদ (৫২)। তিনি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। আরেকজনের নাম মো. তোফাজ্জেল শেখ (৩৮)। তিনি চাপড়া ইউনিয়নের ধর্মপাড়া গ্রামের সুবাহান শেখের ছেলে। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সমর্থক। এ তথ্য নিশ্চিত করেছেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. সোলায়মান শেখ। তিনি বলেন, পুলিশের বিশেষ অভিযানে দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। তারা ৫ আগষ্ট বৈষম্যবিরোধী আন্দোলনের এক ছাত্রের থানায় দায়েরকৃত নাশকতা মামলার আসামি।