রাজনীতি

সাংবাদিকদের গালাগালি করলেন বিতর্কিত নেতা হাবলু মোল্লা

কুষ্টিয়ার দৌলতপুরে সংবাদ সম্মেলনের নামে সাংবাদিকদের ডেকে অকথ্য ভাষায় গালিগালাজ করলেন দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুজ্জামান হাবলু মোল্লা। গতকাল শনিবার দুপুরে দৌলতপুর বাজারে স্থানীয় কয়েকজন সাংবাদিকদের দেখে ব্যক্তিগত আক্রোশ মিটাতে অকথ্য ভাষায় গালি দেন বিএনপির বিতর্কিত এই নেতা। এ নিয়ে সাংবাদিকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়। বিএনপির মত একটি বৃহৎ রাজনৈতিক দলে বার বার বিতর্কিত কথা বলা ব্যক্তি কিভাবে দলের গুরুত্বপূর্ণ পদে থাকে তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। এই ঘটনায় গণমাধ্যমকর্মীরা হাবলু মোল্লার সংবাদ বয়কটের ঘোষণা দেন।

সাংবাদিকরা জানান, নুরুজামান হাবলু মোল্লা সাংবাদিক সম্মেলনের জন্য শনিবার দুপুরে বিএনপি নেতা আলতাফ হোসেনের বাসভবনে কিছু সাংবাদিককে ডাকেন। সংবাদ সম্মেলনের আগে কোন কারন ছাড়াই হাবলু মোল্লা সাংবাদিকদের উদ্দেশ্য করে অশালীন মন্তব্য ও গালাগালি দেন। এ সময় সংবাদ সম্মেলন বয়কট করে কয়েকজন সাংবাদিক চলে আসেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন- হাবলু মোল্লা দৌলতপুর উপজেলা বিএনপির একজন সিনিয়র নেতা হওয়ায় তার কাছ থেকে এমন আচারণ সাংবাদিকরা কখনই আশা করে না। প্রতিনিয়ত নানান বেফায়েস কথা বলে হাবলু মোল্লা দলের মধ্যে বিভেদ সৃষ্টি করে চলেছেন। নুরুজ্জামান হাবলু মোল্লা বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্তকে অমান্য করে বিগত সময় ফ্যাসিস্ট হাসিনার সরকারের সাথে আতাঁতের মাধ্যমে নির্বাচনের অংশগ্রহণ করে দল থেকে বহিষ্কারও হয়েছিলেন। সংবাদ সম্মেলনে উপস্থিত একাধিক সাংবাদিক জানান, বিতর্কিত বিএনপি নেতা নুরুজ্জামান হাবলু মোল্লা বারবার বিতর্কিত কথা বলে আলোচনায় এসেছেন। হাবলু মোল্লা দলের সিনিয়র নেতাদের নিয়ে কথা বলার পাশাপাশি এবার সাংবাদিকদের নিয়েও অশালীন মন্তব্য করলেন। যা কোনভাবেই প্রত্যাশিত নয়। সাংবাদিকদের পাশাপাশি উপজেলা বিএনপির সিনিয়র নেতাদের নিয়ে আবোল তাবোল মন্তব্য করে দলের মধ্যে বিভেদ সৃষ্টিকারী হাবলু মোল্লার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেওয়ার দাবীও জানান সাংবাদিকরা।

আরও খবর

Sponsered content