1 June 2025 , 9:39:20 প্রিন্ট সংস্করণ
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলায় একদিনে কমপক্ষে আরও ৬০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ৩০০ জন। এর ফলে ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৫৪ হাজার ৪০০ জনে।
শনিবার (৩১ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তাসংস্থা আনাদোলু।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতাল থেকে আরও ৬০টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। একই সময়ের মধ্যে আহত হয়েছেন আরও ২৮৪ জন। এ নিয়ে আহতের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৪ হাজার ৫৪ জন।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ধ্বংসস্তূপ ও রাস্তায় এখনো বহু মানুষ আটকে আছেন। কিন্তু লাগাতার বোমাবর্ষণ এবং নিরাপত্তার অভাবে উদ্ধারকারী দলগুলোর পক্ষে সেখানে পৌঁছানো সম্ভব হচ্ছে না।







