এক্সক্লুসিভ

অনলাইন জুয়ায় সর্বস্বান্ত হয়ে দুধ দিয়ে গোসল যুবকের

কুষ্টিয়া কুমারখালীতে মোবাইল ফোনে অনলাইন জুয়া (ক্যাসিনো) খেলে বসতবাড়ি ও ব্যবসা সহ সর্বস্ব হারিয়ে সর্বস্বান্ত যুবক দুধ দিয়ে গোসল করে প্রতিজ্ঞা করলেন ভবিষ্যতে বিপথগামী না হবার। শুক্রবার সন্ধ্যায় পান্টি ইউনিয়নের পান্টি বাজারে দুধ দিয়ে গোসল করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পরলে মুহুর্তে ভাইরাল হয়ে যায়।

ফেসবুকে দেখা যায়, সাগর হোসেন নামের এক যুবককে খালি গায়ে প্যান্ট পরিহিত অবস্থায় বেশ কয়েকজন দুধ দিয়ে গোসল করানোর দৃশ্য। এসময় তিনি বলেন ভবিষ্যতে তিনি আর জুয়া খেলবেননা এবং তাকে দেখে আর কেউ বিপথে যেন না যায় এমন অনুরোধ করতে তাকে দেখা যায়। সাগর বলেন, অনেকদিন ধরে আমি অনলাইন জুয়ায় আসক্ত। ক্যাসিনোতে আমার ৪৫ লাখ টাকা চলে গেছে। এ অনলাইন জুয়ার নেশায় পরে আমি প্রায় নিঃস্ব। আমার মোটরসাইকেলের একটি শোরুম ছিল সেখান থেকে নিয়েছি ২০ লাখ টাকা এবং বসতবাড়ি বিক্রি করে নিয়েছি ২৫ লাখ টাকা। মোট ৪৫ লক্ষ টাকা এই জুয়া খেলে হেরেছি। তাই আজ থেকে প্রতিজ্ঞা করলাম জীবন ধ্বংসকারী অনলাইন জুয়া (ক্যাসিনো), তাশ, লুডু আর কখনো খেলবো না।

আর কোনোদিন অনলাইন জুয়া না খেলার ঘোষণা দিয়ে এক বালতি দুধ দিয়ে গোসল করে নিজেকে পবিত্র করার দাবি করেন সাগর। এ সময় সবাইকে অনলাইন জুয়া খেলা থেকে বিরত থাকতে বলেন তিনি।

আরও খবর

Sponsered content