27 April 2025 , 4:40:57 প্রিন্ট সংস্করণ
কুমারখালী (কুষ্টিয়া) সংবাদদাতা ঃ
কুষ্টিয়ার কুমারখালীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী শহর শাখার উদ্যোগে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দুস্থ্য ও অসহায় পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
গত শনিবার (২৬ এপ্রিল) দুস্থ্য ও মানবতার সেবার ধারাবাহিকতায় কুমারখালী শহরের আল ফালাহ এতিমখানা প্রাঙ্গণে ৫টি পরিবারের কর্মসংস্থানের জন্য এই সেলাই মেশিন প্রদান করা হয়।
সেলাই মেশিন বিতরন অনুষ্ঠানে প্র্রধান অতিথি ছিলেন কুমারখালী উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের জামায়াত মনোনীত এমপি পদ প্রার্থী ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আফজাল হোসাইন।
কুমারখালী শহর জামায়াতের সেক্রেটারি কামাল উর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন শহর জামায়াতের আমীর অ্যাডভোকেট রবিউল ইসলাম (এপিপি)। এসময় অন্যান্যের মধ্যে ব্ক্তব্য রাখেন জামায়াত নেতা আকমল হোসেন, শফিকুল ইসলাম, মাওলানা মনোয়ার হোসেন, মাসুদ রানা প্রমূখ।









